তখনও নিথর চোখে অবাক তাকিয়ে ছিল নির্যাতিতা রাজকন্যা
তখনও শব্দগুলো বাতাসে ছড়িয়ে ছিল - বিচ্ছিন্ন তবে ভরপুর;
মানসিক আদালতে রায় হয়ে গেছে তার - যাবজ্জীবন কারাদন্ড !
এবং এসব জেনে তখন তোমার মত রাজকন্যার চোখ টলমল...
তখনও হয়তো কিছু সম্ভাবনা ছিল - উন্মাদনায় পরিপূর্ণ
তখনও হয়তো কিছু পথ বাকি ছিল তবে উল্লেখযোগ্য তো ছিল না !
গল্পের চোরাপথে সত্য লুকানো ছিল, আমি জানি সত্যটা ভয়ানক
এবং এসব জেনে তখন তোমায় আর বিস্তারিত বলা হয় না...
সবশেষে চোখ তুলে রাজকন্যা বলে, 'আমি যদি ঘুমপরী হয়ে যাই?'
আমিও দুচোখ তুলে সরাসরি বলে ফেলি, 'সেইটাই সবচেয়ে ভাল হয় !
একটা পৃথিবী তুমি হারিয়ে ফেলেছো আর, একটা পৃথিবী তুমি পাও নি;
মেঘের ওপারে জানো, আরেক পৃথিবী আছে - তোমায় গভীর ভালবাসতে...'
রাজকন্যা তবু ছলছল চোখে বলে, 'আচ্ছা, এসব তুমি জানতে?'
আমি 'জানতাম' নাকি 'জানতাম না' সেটা গল্পের অংশ তো ছিল না
রাজকন্যার দিকে তাই কিছুক্ষণ আমি চুপচাপ চেয়ে থাকি তারপর
ফিসফিস করে বলি, 'ঘুমাও ঘুমাও তুমি, আমার আদুরে রাজকন্যা...'
অন্যত্র প্রকাশঃ http://www.somewhereinblog.net/blog/shahedk/29839843
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন