বুধবার, ২৬ জুন, ২০১৩

আমাদের সময়ের রূপকথা

কিশোরী'র নজর না লেগে যায় !

গলিপথে সন্ধ্যার আন্ধার ঘুপচিতে
বেহেড মাতাল তার নিরলস ঘুম দিতে
বোতলের পাশে রাখে একরাশ চাপা-শ্বাস
অমনি তখন যেন আলো করে চারপাশ
অদ্ভূত এক ছেলে নেমে এল রাস্তায় -

বালিকার নজর না লেগে যায় !



ছন্নছাড়া এই নগরের ইতিহাস
দেয়ালেতে লিখে চলে বখাটে ও বদমাশ
ফুলের টবের জলে আকাশ আটকে রেখে
ক্লান্ত দুচোখ তুলে হঠাৎ কিশোরী দেখে
সেই ছেলে হেঁটে এল নির্জনে ধীর পা'য় -

ওই চোখে নজর না লেগে যায় !



সতের তারিখ - এক উদাস অগাস্ট দিনে
'জাগতিক ভয়-ডর আর কিছু গা করিনে !'-
এমন ঘোষণা দিয়ে পাগলাটে সেই ছেলে
হাতটা বাড়ায়, আর একটা পৃথিবী ফেলে
কিশোরীও নেমে আসে ভীরু পায়ে, নিরুপায়;
আমাদের রূপকথা প্রাণ পায়...

পৃথিবীর নজর না লেগে যায় !


অন্যত্র প্রকাশঃ http://www.somewhereinblog.net/blog/shahedk/29846480

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন