সোমবার, ৩ জুন, ২০১৩

শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ...



চারটা দেয়াল - ইটের উপর ইট
মধ্যে কয়টা ক্লান্তিবিহীন প্রাণ;
একটা রাস্তা - বিষন্ন কংক্রিট
ওতেই তোদের নিস্তরঙ্গ গান

ই-মাইনর টলমলে নিষ্পাপ
ব্যস্ত পথে হারিয়ে ফেলা সুর;
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
হাতের মুঠো'র জীবনটা কদ্দূর?




মরচে-ধরা নীল জানালা'র গ্রিল
নীল-গিটারে স্বপ্ন দেখার জেদ
নীল কবিতার নিখুঁত অন্ত্যমিল
নীল প্রেম আর অপূর্ব বিচ্ছেদ

মনের ঝড়ের এত্ত নিম্নচাপ
ভুলিয়ে দিতে বাঁধভাঙা উৎসব !
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
একলা এখন; কোথায় তোরা সব?



দেয়াল-লিখন, জলরঙা পোস্টার
তাস, সিগারেট আর কবিতার বই,
বুঝতে পারলে সবক'টা দোষ তার !
সেই বিকেলের রংগুলো আজ কই?

বিকেল এখন ক্লান্ত নিরুত্তাপ
ক্যান্টিনে আজ ধূসর দীর্ঘশ্বাস
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
কোথায় তোদের বাঁধভাঙা উচ্ছাস?



সিগার ফেলে দুই-টাকা চুইংগাম
বাসের গেটে সুরের আন্দোলন
তোর কপালের রক্ত এবং ঘাম
আমার চোখের জেদের বিস্ফোরণ !

সবুজ পাহাড়, লাল সূর্যের তাপ,
ঘাসের বুকে রাতজাগা নীল সুর;
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
হারিয়ে ফেলা জীবনটা কদ্দূর?


অন্যত্র প্রকাশঃ http://www.somewhereinblog.net/blog/shahedk/29837394

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন