সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭

শোক-প্রস্তাব

হয় যদি হোক - একটু অসুখ হোক
উৎপাতহীন বিষণ্ণতায় কাতরাচ্ছে চোখ
তুচ্ছ কথার দোহাই তুলে হোক তবে সংঘাত
এবার নাহয় ইচ্ছে করেই পালন করব শোক!

হয় যদি হোক - একটু ঝগড়া হোক
চারটে কথা বানিয়ে বলুক অকর্মণ্য লোক
একটুখানি সন্দেহ থাকএকটু অজুহাত
অনেকখানি কষ্ট পেয়ে করব কঠিন শোক!

হয় যদি হোক - খুব অশান্তি হোক
খানিকটা অন্ধকার থাকুকখানিক সূর্যালোক
ভুল করে ফের ভুল ভাঙ্গাতে কাটিয়ে দেব রাত
তবু নাহয় ইচ্ছেমতন যাপন করব শোক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন