শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭

মেঘলা শহর

মেঘলা শহরতোমার সবুজ গানে
বিভোর আমি লুকোচ্ছি সব ক্ষত,
পিঁপড়েগুলো শর্করা সন্ধানে
যেমন করে সমস্তদিন ছুটছে অবিরত...
মেঘলা শহরতোমায় আমি খুঁজছি নিজের মত।

মেঘলা শহরআমার সকল স্মৃতি
তোমায় নিয়ে ঘুম-চেতনায় গাঁথা
কিন্তু এখন এমন পরিস্থিতি
পথটা আমার আটকে রাখে ঘুমভাঙ্গা বিধাতা...
মেঘলা শহরআমায় তোমার গান শোনাবার কথা!

মেঘলা শহরখুঁজছি তোমায় আমি
পথজুড়ে সব পাথর এবং ধুলো
এবং আমার সমস্ত পাগলামি,
বুকের এবং চোখের ভিতর জমাট বাষ্পগুলো
সওদা করে ভিজিয়ে দেবে - এই তো তোমার প্রথা...



মেঘলা শহরআমায় তোমার গান শোনাবার কথা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন