রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭

পাপ

আটকে থাকা কালো জানালার কাঁচ
তোমার গালে একমুঠো রোদ্দুর
গাড়ির গতির সঙ্গে হাওয়ার জেদ
দুচোখ তোমার অথৈ সমুদ্দুর
কানটা পাতোগানটা তোমার হারাচ্ছে তার সুর!

ভিন্ন আলোয় ভাসছে চেনা পথ
বুকের ভেতর বাড়ছে নিম্নচাপ
ছিন্ন করো এবার ভুল-শপথ
ভুলতে শেখো মিথ্যে অভিশাপ
বুঝতে শেখোআমায় নিয়ে স্বপ্ন দেখা' পাপ!


অন্ধকারের অনেক রকম রং
সবকটা রং ভিন্নতায় বিষাদ
একটা থাকে স্বপ্নময় এবং
একটা তোমায় আটকে ফেলার ফাঁদ


যতই তোমায় মন্ত্রণা দিক কল্পনা-নিষ্পাপ,
বুঝতে শেখোআমায় নিয়ে স্বপ্ন দেখা' পাপ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন