শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

আমাদের সময়ের রূপকথা (২)

আমার ছিল তিনটাকা বলপেন
রাফকাগজে লাগামবিহীন ঘোর
চোখের ভিতর অনন্ত ফুটপাতে
আছড়ে পড়ত এক-সাগরের ঢেউ
আমার ছিল স্বপ্ন এবং স্বপ্ন দেখার কেউ!

আমার ছিল দুই-চাকা সাইকেল
পঙ্খীরাজের কঠিন প্রতিযোগী
চোখের ভিতর অনন্ত ফুটপাতে
বাতাস কেটে শূন্যে ভাসতে চেয়ে
আমায় নিয়ে স্বপ্ন দেখা ভিনদেশী এক মেয়ে-


যার ছিল এক নীল-পাথরের হার,
অনেকগুলো কঠিন সর্বনাম;
ফুটপাতে তার অন্তবিহীন চোখ
দেখায় তাকে বাস্তবতার রথ,
বুঝতে শেখায়: স্বপ্ন' এবং জীবন' ভিন্ন পথ!


তার দুচোখে তখন ভীষণ জ্বর
জ্বলছে এবং পুড়ছে বাষ্প-জল
চোখের ভিতর অনন্ত ফুটপাতে
আমি তখন পথের রাজকুমার
হারতে গিয়ে জেতা' আমার জিততে গিয়ে হার!

আমি তখন স্তব্ধ এবং জড়
উচ্চতর পদার্থবিজ্ঞানে
চোখের ভিতর সুড়ঙ্গপথ খুঁজি
মাথার ভিতর অযুহাতের চাপে
আমি তখন পুড়ছি আমার নিজস্ব উত্তাপে!

হঠাৎ বুঝি 
 একটাই আমার পথ
ছুটতে গেলে হোঁচট খাবোই ঠিক,
তাই ভেবে তো পথটাকে ছাড়বো না!
মাথায় এখন এক-পৃথিবীর জিদ-
তোমায় নিয়ে হারছি না আর 
 এইটুকু নিশ্চিত!




['স্বপ্ন' নিয়ে অন্য অনেক অলস লিরিক, যেসব নিয়ে কেউ কোনওদিন গাইবে না গান - এটাও তেমন]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন