রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

অগ্রহায়ণ

(অঘ্রাণ রাতের একটা অস্পষ্ট মাদকতা আছে। হালকা কুয়াশাঘেরা চাঁদের রাতে বিস্তীর্ণ বনভূমি'র দিকে তাকিয়ে থাকলে ব্যাপারটা ভয়াবহভাবে টের পাওয়া যায়। আমি প্রতি রাতেই আগের চেয়ে বেশি করে বিস্মিত এবং মুগ্ধ হচ্ছি ! -- পাড়াগাঁও, ভালুকা থেকে) 


আমাদের রাস্তাটা গাঙচিল হয়ে গেছে, নীল জলে আকাশের বিম্ব 
ভোর-রাতে শুরু হয় কুয়াশার কারসাজি, আরও কেউ পাশে থাকে জড়িয়ে 
কিংবা থাকেনা কেউ, অথচ থাকার কথা - এই নিয়ে দোটানায় চরাচর 
মেঘের ওপার থেকে উঁকি দিয়ে চাঁদ দেখে ভীষণ অবাক চলচ্চিত্র 

বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

স্টেশন

সন্ধ্যাশেষের রেল-স্টেশন, বেলা তুমি চুপটি বসে 
গতকালই সকালবেলায় তিনটা যুবক আসলো হঠাৎ 
ঠিক তখনই বুঝেছিলে, বিয়ে তোমার ভাঙলো এবার 
এই ক'টা দিন কত্ত ধকল গেল, তুমি ভাবতে পারো? 

সোমবার, ৮ অক্টোবর, ২০১২

সিনথিয়া

রাত বুঝি শেষ হয়ে এল, সিনথিয়া
রাতজাগা সব পাখিদের ক্লান্তিতে
জল ঝরে পড়ে জোনাকের ডানা থেকে
চাঁদ কেঁপে ওঠে ভয়াবহ নীল শীতে।

মেঘে মেঘে রাত ভেসে গেল সিনথিয়া
ভোর-রাতে নামে কুয়াশাও বন্দরে;
সিনথিয়া যদি নীল কাঁচে জমে বাষ্প,
রাত দেখে নিও এ চোখের আরশীতে।

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

ভাঙা-স্বপ্নের শহরে

ভাঙা-স্বপ্নের রাজপথজুড়ে হাসি আর খুশি ছড়ানো
স্বপ্ন আমায় কাছে ডেকে বলে, "তুমি ওসবের কী জানো?"

শহর পেরোলে বন আবার সে বন পেরোলেই লোকালয়
নদীপথে ছোটে মৌমাছি আর বাগানের মাঝে ফুটপাথ
জীবনানন্দ ট্রামে উঠে পড়ে - ধিক্কার দেয় জোনাকি !
সন্ধ্যার চাঁদ একতারা হাতে সব দেখে-শুনে বিহ্বল 

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

অগাস্ট-শেষের গান

আমি ভয় পেয়ে পেয়ে ক্লান্ত, ওই গল্পেরা কি তা জানতো? 
আজ ট্রাফিক পুলিশ নিখোঁজ তবুও চৌরাস্তাটা শান্ত ! 
কেউ ঘুম বেঁচে দিল সস্তায়, কারও স্বপ্ন হয়েছে ছিনতাই 
চেনা সুখগুলো সব দ্রবীভূত বলে খারাপ যাচ্ছে দিন তাই 

ওরা হারিয়েছে যারা ক্যান্টিনে বসে হেসে সিগারেট টানতো 
আমি হারানোর ভয়ে ক্লান্ত - সেটা কবিতারা বুঝি জানতো? 

শনিবার, ২৫ আগস্ট, ২০১২

সিংহ'টা

সিংহ'টা সাগরের সৈকত ধরে
অবিরাম অবিরাম ঘোরাফেরা করে
আমি জানি সিংহের মনে কিছু ছিল
অদ্ভূত রাতে তার ঘুম কেড়ে নিল -
কোন সেই স্বপ্ন? বা কিসের ভয়?
সিংহের মনে আজ বড় সংশয় !

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

স্বপ্ন তোমায় ধরবো বলে...

মনের জ্বরেতে জল পুড়ে যায়, কী ভীষণ উত্তাপে
থার্মোমিটার ঘেমে নেয়ে ওঠে অসহ পারদ চাপে
আমি হেসে বলি, 'আঙুলে ছুঁয়ে দেখবে একটু সোনা?'
তুমি দুইপাশে মাথা নেড়ে বলো, 'দেখবো না, দেখবো না!'

'তবে থাকো তুমি, আমি পারবো না', আমি কড়া অভিমানী
তুমি হেসে বলো, 'কেন পারবে না? পারবে - আমি জানি।'

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

শ্রাবণ

(যখন আকাশে অবাধ মেঘ, বা অঝোর বৃষ্টি - এটা শুধু সেই সময়ের কবিতা)



ও মেঘ দেখে নিও, তোমার নাদ শুনেও আমার প্রিয়া রবে চুপচাপ
যে মেঘ দেখে কাঁদে জগৎ-সংসারী, সে মেঘে কাঁদা তার সাজে কি?
তা বলে ভেবো না সে কাঁদতে ভুলে গেছে - ওসব আরেক মহাকাব্য
ও মেঘ, তুমি তার খেয়াল রেখো শুধু; আমার কাছে কি তুমি ঋণী নও?

সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

উঁইপোকাদের ঢিবি - ২

এই ছেলে হাঁটেনি - স্নিগ্ধ অন্ধকারে
নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,
জীবনানন্দে উন্মত্ত হয়ে।

এই ছেলে শোনেনি - শিশিরের শব্দের মত
সন্ধ্যার নেমে আসা
সবুজ করুণ এই দো-আঁশ ডাঙায়।

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

একটা খুনের গল্প

দিদি, তোকে দেখতে পেলাম যে-রোদ্দুরে 
গল্প থেকে আমি তখন অনেক দূরে 
তোকে নিয়ে ওরা কিসব বলে গেল 
আমার তখন ওসব শোনার কাল ছিল না 
আবর্জনার স্তুপে একটা মরা শালিখ - 
এই পাখিটা স্বর্ণালী'রা পালছিল না? 
ওসব গল্প ফেলে তখন অনেক দূরে 
একলা হেঁটে যাচ্ছিলি কি সমুদ্দুরে? 

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

উঁইপোকাদের ঢিবি - ৩

মহানগর উঠছে বেড়ে উঁইপোকাদের ঢিবি'র মতন
চৈত্রমাসের আর্দ্র বাতাস, দেয়াল-তোষক ভ্যাপসা গরম
ঘড়ির কাঁটায় আটকে সময় - মধ্যরাতের রেল ইস্টিশন
শান্তাহারের কলাওয়ালা'র দীর্ঘশ্বাসে মেঘ জমে না।
দু-তিন টাকায় দুঃসংবাদ, আশি টাকায় ফ্যাশন জগৎ
কারেন্ট আসলে ডুকরে কাশে চা-দোকানের টেলিভিশন
ছুটছে সবাই - এত্ত কী কাজ ! কার তরে? - কে বলতে পারে?
আমি শুধু জানি, তুমি বৃষ্টি আনবে শুক্রবারে...

বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

ভীষনরকম অন্য মানুষ!

(সাতসকালের কিছু গল্প) 

১. 

কী বলব আর; গল্পকথায় 
ইচ্ছেমতন যখন-তখন 
ঢেউগুলো সব মাছ হয়ে যায় 
মাছগুলো ফের পাখির ডানায় 
ঢেউগুলোকেই গল্প বানায়! 

সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২

একটা রূপকথার গল্প

(এবং এ গল্পের কোনও রকম ব্যাখ্যা দিতে আমি এখন প্রস্তুত নই) 



আমি ছিলাম মাইল দু-চারেক দূরে 
দেখতে পেলাম পাহাড়-চূড়ায় মহল; 
ছায়াবিহীন জোৎস্নার প্রান্তরে 
চিরকালীন ঘোড়া দিচ্ছে টহল। 

বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২

২৪ জন সহব্লগারের কবিতা'র বই



(এই পোস্টের সকল অনুভূতির প্রকাশ লেখকের একান্তই ব্যক্তিগত। সবার সবটা ভাল লাগার আশা লেখকও করে না অবশ্যই) 

এবারই প্রথম বইমেলা, যেখানে আমি এমন সব লেখদের বই কিনতে যাচ্ছি - যাদেরকে অনেককে আমি চিনি। চেনা বলতে পুরোটাই এই ব্লগের সূত্র ধরে। যেসব বইয়ের কথা বলব, সেসব বই নিয়ে এর মাঝেই অনেক পোস্ট হয়ে গিয়েছে দেখছি। আমার পোস্ট পড়ে কেউ সেসব বই চিনবে - এই আশা তাই করছি না আপাতত। তবু বলতে আসলাম সেই বইগুলো আর কবিদের কথা। আমার মত করে - আমি যা দেখেছি, যেমন জেনেছি। 

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১২

জল-জোছনা'র রাতে

ইচ্ছেগুলো কাঁচপোকা সব


এবার আমি ফিরছি তোমায় ভেবে
তোমায় ভেবে দারুণ কৌতূহলে;
তুমি কি আর তেমন করে নেবে
যেমন আমি লিখেছিলাম জলে?

এখন আমার কাঁচপোকাদের দল
আগুন ছাড়াই মাথা কুটে মরে।
জানো, ওদের ওটুকুই সম্বল;
জানবে তুমি ফিরে আসার পরে।