শনিবার, ২৫ আগস্ট, ২০১২

সিংহ'টা

সিংহ'টা সাগরের সৈকত ধরে
অবিরাম অবিরাম ঘোরাফেরা করে
আমি জানি সিংহের মনে কিছু ছিল
অদ্ভূত রাতে তার ঘুম কেড়ে নিল -
কোন সেই স্বপ্ন? বা কিসের ভয়?
সিংহের মনে আজ বড় সংশয় !


হরিণীরা নির্ভয়ে হেসে-খেলে ছোটে
সিংহ'টা আচানক কেঁপে-কেঁপে ওঠে
তারপর বালিপথে শুধু চেয়ে থাকে
নিশ্চুপ, অপলক - খুঁজে ফেরে কাকে?
হতবাক শ্রাবণের দমকা মিছিলে
সিংহের স্বপ্নে কি তুমি এসেছিলে?

তা-ই হবে হয়তো; আর তা না হলে
সিংহটা কেন গেল এভাবে বদলে?
হরিণীরা কবে এসে কবে চলে গেছে
সিংহটা কী দেখেছে? কী দেখে ফেলেছে?
গল্পটা পড়ে থাকে সাগরের তীরে
লবণের জল আর বালির গভীরে



সূর্যকে গিলে ফেলা সন্ধ্যা-সাগরে
থতমত সিংহটা ঘুরে আর ফেরে...


অন্যত্র প্রকাশঃ http://www.somewhereinblog.net/blog/shahedk/29663100

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন