সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

ভাঙা-স্বপ্নের শহরে

ভাঙা-স্বপ্নের রাজপথজুড়ে হাসি আর খুশি ছড়ানো
স্বপ্ন আমায় কাছে ডেকে বলে, "তুমি ওসবের কী জানো?"

শহর পেরোলে বন আবার সে বন পেরোলেই লোকালয়
নদীপথে ছোটে মৌমাছি আর বাগানের মাঝে ফুটপাথ
জীবনানন্দ ট্রামে উঠে পড়ে - ধিক্কার দেয় জোনাকি !
সন্ধ্যার চাঁদ একতারা হাতে সব দেখে-শুনে বিহ্বল 


তবু এই পথে স্বপ্ন গিয়েছে - ধুলোবালি সব সাক্ষী
এই আনন্দে পথিকেরা আজও হেঁটে চলে গেল অবিরাম
বন পেরোলেই শহর আবার শহরের পরই সেই বন !
বনের ওপারে সূর্য হারালে দিন শুরু হয় তারপর

ভাঙা-স্বপ্নের রাজপথে একা শাহেদের কাঁধে গিবসন
জোনাকি'রা সব মরে গেলে ফের হেসে ওঠে একা নীল-চাঁদ
আলো পড়ে তবু ছায়া পড়ে না ভয়াবহ নীল জোছনা'র
হরিণী'রা হেসে লুটোপুটি খায়, সিংহের দল চুপচাপ

স্বপ্ন তো ভাঙে স্বপ্ন বাড়াতে - বুঝে যায় যারা তৎপর;
কাব্যে বিরতি - এইবার শুধু বাক্স-পেটরা গোছানো
ভাঙা-স্বপ্নের রাজপথে জানি হাসি আর খুশি ছড়ানো
ফিসফিস করে স্বপ্ন সুধায়, 
................................."সত্যি কি তুমি তা জানো?"




[আমার এই ছবিটা তুলে দিয়েছিল ব্লগার-ফটোগ্রাফার সুমন। সুমন্টোগ্রাফি'র সুমন। ভাওয়াল গড়ে, পিকনিকে। সুমন দারুণ একজন ফটোগ্রাফার হিসেবে একদিন পরিচিতি পাবে। তার অনেক ছবি দেখে আমি খুব মুগ্ধ।]


অন্যত্র প্রকাশঃ http://www.somewhereinblog.net/blog/shahedk/29677783

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন