কলোনির
রাস্তায় আকাশটা নেমে আসে সন্ধ্যেবেলায়
সোনালী
রোদটা মেখে চুপচাপ শুয়ে থাকে অগ্রহায়ণ
বিজ্ঞাপনের
রঙে পোশাক পাল্টে ফেলে দেয়ালগুলো
উদাস
শিসের মত ভবঘুরে হাওয়া খোঁজে পথের হদিশ!
কোচিং-ফিরতি
সেই তন্বী মেয়েটা কবে হারিয়ে গেছে
অনামিকা,
নাকি
তার আর কোন নাম ছিল? – কারও
মনে নেই
কারও
মনে নেই সেই আড্ডার ছেলেগুলো কোথায় এখন;
শীতের
পাখির মত ভেসে গেছে কত চিঠি ঠিকানাবিহীন...
ওসব কষ্ট
নিয়ে সুখের গল্পে মাতে চায়ের দোকান
প্রাচীন
বটের মত আদিম সাক্ষী এক চশমা মোছে
প্লাস
দিয়ে লেখা ওই দেয়ালের নাম দু’টো অচেনা ঠেকে
'এই তো
সেদিন ছিল', তবু যেন মনে হয় আরেক জনম!
সেলফোন
ছিল না, জীবনটা ছিল তবু হাতের মুঠোয়
সাইকেল,
চিরকুট,
রক্তে
আগুন লাগা জেমসের গান
পুলশটে
ছয় রান! – আচানক
হয়রান এখন সময়
'নব্বই'
চলে গেছে। ফেলে গেছে অকারণ
স্মৃতির ঝাঁপি
কলোনির
রাস্তায় নিভৃতে হেঁটে চলে একটা মানুষ
সন্ধ্যের
তারাগুলো তার পাশে কাকে যেন খুঁজতে থাকে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন