মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

ওয়ালেট





সেই তো একটা পকেটভর্তি জীবন-যাপন
সকাল বিকেল শেকলবিহীন বন্দীদশা
ছোট্ট ক'টা প্লাস্টিকে আর পাতলা নোটে
স্বপ্নগুলো মেঘের মতন আটকা পড়ে!

ছোট্ট কাঁচের পর্দাজুড়ে আরেক জগৎ
মানুষগুলো কাঁচের ভেতর বসত করে
আঙ্গুল চলে, ছুটতে থাকে এক দুনিয়া
দলছুট মেঘ ভাসতে থাকে নীল শহরে

হাতের মুঠোয় বিশ্ব, তবু একলা আমি!
মেঘগুলো সব মেঘ থেকে যায়; জল ঝরে না...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন