শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯

নববধূ

চেনা-পরিচিত আসবাব, চেনা ঝাড়বাতি, চেনা কার্পেট
আঙ্গিনার একচিলতে বাগানে টমেটোর চেনা সুঘ্রাণ
দুপুরের রোদে চুপচাপ চেনা ফ্যান ঘুরবার শব্দ
সবকিছু ফেলে অন্য শহরে চলে যাবে তুমি লক্ষী?

পড়ার টেবিলে শৈশব আর চেনা-পরিচিত বই সব
চেনা ল্যান্ডফোন, চেনা রিংটোন, লম্বা কথার পশরা
মায়ের হাতের কমলা চিরুনী, ভাইটা'র সাথে ঝগড়া
পরিচিত সব দৃশ্যকে রেখে একা তুমি সরে যাচ্ছো!


ছাদজুড়ে চেনা কৈশোর, আর টুপ করে নামা সন্ধ্যা
এতকাল চেনা থালাটায় চেনা ডালভাত, চেনা মাঝরাত
কত কান্নার একাকী সঙ্গী - চেনা বালিশের আবরণ
প্রত্যেকে এসে তোমার চোখের জলে ভেসে গেলে তারপর

শুরু হয়ে যায় আরেক যাত্রা আকাশেতে যার বিস্তার
বাতাসের মত ভাসমান তবে সাগরের চেয়ে গতিময়;
একটা পৃথিবী নিজ হাতে তুমি গড়ে নিবে জানি, তবুও
একটা জীবনে পাবে কি আবার চেনা জগতের সন্ধান?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন