রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

আগমনী

বিচ্ছিরি রোদ দিনভর করে উৎপাত
পাখিদের গান সেই কবে গেছে হারিয়ে
একঘেঁয়ে সুরে বেজে চলে শুধু রিংটোন
ক্লান্তির ভারে ফুলহীন সব উদ্ভিদ
নাগরিক মন ভুলেছে চোখের চাহিদা
প্রত্যেকে কি যে দুস্থ এবং অস্থির;
এর মাঝে দেখি জোনাকিরা খুব তৎপর-
আমার শহরে তবুও তো তুমি আসছো!


ছানি পড়া এই শহরের চোখ টলমল
ভাঙা সড়কের পাশ-ঘেঁষা ভাঙা মন্দির
দাঁত বের করে হেসে ওঠে সব লাল ইট
দেয়ালের গায়ে মিথ্যেয়-রাঙ্গা পোস্টার
আন্তঃনগরে ছুটে চলে কত কান্না
বুক পেতে একা শুয়ে থাকে শুধু ফুটপাত;
এর মাঝে দেখি আকাশে হঠাৎ বিদ্যুৎ -
ধুলোর শহরে তোমাকে জানাতে স্বাগতম!

শেষ রাত্তিরে লুকোচুরি খেলে কুয়াশা
আদি আহবানে জেগে ওঠে সব মসজিদ
শুরু হয়ে যায় চেনা রাস্তায় তোলপাড়
নাগরিক মন খুঁজে ফেরে তার সঞ্চয়
স্বার্থপরতা রক্তের মাঝে মশগুল
এক পা এগোলে মাথা তোলে শত সংকট
এর মাঝে দেখি বাতাসে রঙের উচ্ছাস-
জারি হয়ে গেছে সংবাদঃ তুমি আসছো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন