কলোনির
রাস্তায় আকাশটা নেমে আসে সন্ধ্যেবেলায়
সোনালী
রোদটা মেখে চুপচাপ শুয়ে থাকে অগ্রহায়ণ
বিজ্ঞাপনের
রঙে পোশাক পাল্টে ফেলে দেয়ালগুলো
উদাস
শিসের মত ভবঘুরে হাওয়া খোঁজে পথের হদিশ!
কোচিং-ফিরতি
সেই তন্বী মেয়েটা কবে হারিয়ে গেছে
অনামিকা,
নাকি
তার আর কোন নাম ছিল? – কারও
মনে নেই
কারও
মনে নেই সেই আড্ডার ছেলেগুলো কোথায় এখন;
শীতের
পাখির মত ভেসে গেছে কত চিঠি ঠিকানাবিহীন...

