বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮

সব পাখি ঘরে ফেরে না

বলে গেছে পৌষের রাত,
চলে গেছে সময় তোমার!
আলগোছে ঘুড়ির ডানায়
ভেসে গেছে ভুল বেশুমার;

যে লিখেছে গানগুলো সব
ভুলে গেছে সুরটা চেনা,
ফেলে গেছে ধূসর লিরিক-
'সব পাখি ঘরে ফেরে না!'





বাতিঘরে দু'চোখ রেখে
হেঁটে গেছি দু'চার কদম,
এলোপথে দেয়াল-লিখন:
ভালোবাসি, খোদার কসম!

ছায়াপথে নীল জোনাকি
চোখ বুজে মেলেছে ডানা,
পড়ে থাকে ভিনদেশী রাত
সব পাখি ঘরে ফেরে না












থেমে আছে পৌষের রাত
কুয়াশায় ভাসমান সুর
তদিদং হৃদয়ং মম'
ভুলপথে ছুটেছে সুদূর

যে লিখেছে গানগুলো সব
অকারণে বাড়িয়ে দেনা,
নিয়ে গেছে রংধনু রোদ;
সব পাখি ঘরে ফেরে না


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন