রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

আগমনী

বিচ্ছিরি রোদ দিনভর করে উৎপাত
পাখিদের গান সেই কবে গেছে হারিয়ে
একঘেঁয়ে সুরে বেজে চলে শুধু রিংটোন
ক্লান্তির ভারে ফুলহীন সব উদ্ভিদ
নাগরিক মন ভুলেছে চোখের চাহিদা
প্রত্যেকে কি যে দুস্থ এবং অস্থির;
এর মাঝে দেখি জোনাকিরা খুব তৎপর-
আমার শহরে তবুও তো তুমি আসছো!

বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮

সব পাখি ঘরে ফেরে না

বলে গেছে পৌষের রাত,
চলে গেছে সময় তোমার!
আলগোছে ঘুড়ির ডানায়
ভেসে গেছে ভুল বেশুমার;

যে লিখেছে গানগুলো সব
ভুলে গেছে সুরটা চেনা,
ফেলে গেছে ধূসর লিরিক-
'সব পাখি ঘরে ফেরে না!'