যতবার
মুসাফির হই-
পার করি
একেকটা ভিন্ন জীবন
পৃথিবীর
বুকে আমি ফেলে গেছি অগণিত মন।
ঘুম ভেঙ্গে
জেগে উঠি দিল্লী'র করোলবাগে
কোলাহলে
মিশে থাকা মানুষের ঊর্ধ্বশ্বাসে
গাঢ় মেঘে
ঢেকে যায় তাজ আর কুতুব মিনার;
মহীশুরে
ফেলে আসা মসজিদ-মন্দির-চার্চ
আমি শুনি
- একযোগে মেলায় আওয়াজ!