চেনা-পরিচিত
আসবাব, চেনা ঝাড়বাতি, চেনা
কার্পেট
আঙ্গিনার
একচিলতে বাগানে টমেটোর চেনা সুঘ্রাণ
দুপুরের
রোদে চুপচাপ চেনা ফ্যান ঘুরবার শব্দ
সবকিছু
ফেলে অন্য শহরে চলে যাবে তুমি লক্ষী?
পড়ার
টেবিলে শৈশব আর চেনা-পরিচিত বই সব
চেনা
ল্যান্ডফোন, চেনা রিংটোন, লম্বা
কথার পশরা
মায়ের
হাতের কমলা চিরুনী, ভাইটা'র সাথে
ঝগড়া
পরিচিত
সব দৃশ্যকে রেখে একা তুমি সরে যাচ্ছো!