বিচ্ছিরি
রোদ দিনভর করে উৎপাত
পাখিদের
গান সেই কবে গেছে হারিয়ে
একঘেঁয়ে
সুরে বেজে চলে শুধু রিংটোন
ক্লান্তির
ভারে ফুলহীন সব উদ্ভিদ
নাগরিক
মন ভুলেছে চোখের চাহিদা
প্রত্যেকে
কি যে দুস্থ এবং অস্থির;
এর মাঝে
দেখি জোনাকিরা খুব তৎপর-
আমার
শহরে তবুও তো তুমি আসছো!