বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮

সব পাখি ঘরে ফেরে না

বলে গেছে পৌষের রাত,
চলে গেছে সময় তোমার!
আলগোছে ঘুড়ির ডানায়
ভেসে গেছে ভুল বেশুমার;

যে লিখেছে গানগুলো সব
ভুলে গেছে সুরটা চেনা,
ফেলে গেছে ধূসর লিরিক-
'সব পাখি ঘরে ফেরে না!'