মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

ছবিব্লগ: বাংলাদেশের হৃদয় হতে...

[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমি তেমন কোনও 'জাতের ফটোগ্রাফার' না। প্রথম ছবিব্লগ এটা, অধিকাংশ ছবিই মোবাইল ক্যামেরায় তোলা। অভিজ্ঞদের চোখে এইসব ভাল না লাগার একটা গড়পড়তা সম্ভাবনা দেখা যায়। তাই একটা থিম দাঁড়া করানোর খাতিরে প্রতিটা ছবি'র সাথে দু'টা করে লাইন জুড়ে দেয়া হল। বিজ্ঞাপণ শেষ; এবং আপনি পোস্টে আমন্ত্রিত।]

******************************************************************




সকালের সূর্যটা জলরং ঢেলে দিল পূবালী আকাশে
আমরা রয়েছি আজও সবুজ ডাঙা'র বনফুলে আর ঘাসে



অথবা প্রাচীন এক ফেলে আসা নগরের স্মৃতিলিপি হয়ে
আমরা এখনও যারা হেঁটে চলি আমাদের প্রাচীন সময়ে



অদ্ভূত কারিগরি নকশায় বোনা কোনও জ্যামিতিক ফ্রেমে
মায়াবিনী নদীটাকে আমরা বেঁধেছি যারা জাগতিক প্রেমে



আর খেয়া-পারাপারে ভিনগাঁয়ে বণিকের বেসাতি'র পাশে
জড়সড় হয়ে বসে আমরা ভেসেছি খুব মগ্ন বিলাসে।



সাগরও বুঝতে পারে, জলের মতন কোনও চেনা উচ্ছ্বাসে
আমাদের কবিতারা নিম্নচাপের সাথে মেঘদলে ভাসে



আর লোনা-বালুচরে কাঁকড়া'র আঁকা উপপাদ্যের খাতা
আমরা হেঁটেছি সেই নরম মাটিতে আর হেসেছে বিধাতা



কিংবা ছোট্ট হাতে স্রষ্টার ভূমিকায় ছোট এক ছেলে
আমরা দেখেছি যাকে পর্বত গড়ে নিতে - খুব অবহেলে !



অথচ পাহাড় থেকে চেনা এই বাংলার সবুজ মাটিতে
আমাদের ঢের ঘোরা হয়ে গিয়েছিল - তবু পারিনি জানিতে~



বায়বীয় সীমানায় কী করে পাহাড় গড়ে? কিভাবে আকাশ...
আমাদের অগোচরে আজও বুঝি লেখা হয় সেই ইতিহাস!



এ কি শুধু নিশ্চল মানচিত্র? এ কি জীবন্ত নয়?
এযে আমাদের হাতে বেড়ে ওঠা আমাদের মহাবিস্ময় !



সূর্যকে গিলে ফেলা সন্ধ্যার সাগরের নির্জন তটে
আমাদের স্বপ্নটা ছড়িয়ে দিয়েছি এই বাংলা'র পটে...

(ল্যান্ডস্কেপ আর সী-স্কেপ তো হল, এবার তবে কিছু পোর্ট্রেটও শেয়ার করি?)



আজ তবে তাই হোক, গল্পটা লেখা হোক ছোট এই হাতে।
আজ তবে দেয়ালটা ভরে যাক কোনও অভিনব নকশাতে।



হঠাৎ দু'চোখ তোলা আদুরে মুখের সাথে প্রশ্নবোধকে
আমাদের বিস্মিত গল্পটা জমা হোক আজ এই চোখে



স্বপ্নালু দুই চোখে আলোর বন্যা এসে করুক ইশারা
আঁধার কাটিয়ে আজ প্রকাশিত হোক যত মেঘে ঢাকা তারা



অবাক সাহস আর সম্ভাবনায় গড়া দু'চোখের নীড়ে
আমাদের স্বপ্নেরা স্পর্ধা'র সাথে রবে উন্নত শিরে...



আলাদা কথা: আজ ব্লগার আরজুপনি আপু'র এই পোস্ট'টা দেখে ছবিব্লগ দিতে উৎসাহী হলাম। আমার চোখে দেখা রূপসী বাংলা'কে ছড়িয়ে দিতে ইচ্ছা হল। দেশটা'কে অনেক ভালবাসি !


অন্যত্র প্রকাশঃ http://www.somewhereinblog.net/blog/shahedk/29879064

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন