আমি ভয় পেয়ে পেয়ে ক্লান্ত, ওই গল্পেরা কি তা জানতো?
আজ ট্রাফিক পুলিশ নিখোঁজ তবুও চৌরাস্তাটা শান্ত !
কেউ ঘুম বেঁচে দিল সস্তায়, কারও স্বপ্ন হয়েছে ছিনতাই
চেনা সুখগুলো সব দ্রবীভূত বলে খারাপ যাচ্ছে দিন তাই
ওরা হারিয়েছে যারা ক্যান্টিনে বসে হেসে সিগারেট টানতো
আমি হারানোর ভয়ে ক্লান্ত - সেটা কবিতারা বুঝি জানতো?
আজ ট্রাফিক পুলিশ নিখোঁজ তবুও চৌরাস্তাটা শান্ত !
কেউ ঘুম বেঁচে দিল সস্তায়, কারও স্বপ্ন হয়েছে ছিনতাই
চেনা সুখগুলো সব দ্রবীভূত বলে খারাপ যাচ্ছে দিন তাই
ওরা হারিয়েছে যারা ক্যান্টিনে বসে হেসে সিগারেট টানতো
আমি হারানোর ভয়ে ক্লান্ত - সেটা কবিতারা বুঝি জানতো?