(এবং এ গল্পের কোনও রকম ব্যাখ্যা দিতে আমি এখন প্রস্তুত নই)

আমি ছিলাম মাইল দু-চারেক দূরে
দেখতে পেলাম পাহাড়-চূড়ায় মহল;
ছায়াবিহীন জোৎস্নার প্রান্তরে
চিরকালীন ঘোড়া দিচ্ছে টহল।
আমি ছিলাম মাইল দু-চারেক দূরে
দেখতে পেলাম পাহাড়-চূড়ায় মহল;
ছায়াবিহীন জোৎস্নার প্রান্তরে
চিরকালীন ঘোড়া দিচ্ছে টহল।