সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২

একটা রূপকথার গল্প

(এবং এ গল্পের কোনও রকম ব্যাখ্যা দিতে আমি এখন প্রস্তুত নই) 



আমি ছিলাম মাইল দু-চারেক দূরে 
দেখতে পেলাম পাহাড়-চূড়ায় মহল; 
ছায়াবিহীন জোৎস্নার প্রান্তরে 
চিরকালীন ঘোড়া দিচ্ছে টহল। 

বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২

২৪ জন সহব্লগারের কবিতা'র বই



(এই পোস্টের সকল অনুভূতির প্রকাশ লেখকের একান্তই ব্যক্তিগত। সবার সবটা ভাল লাগার আশা লেখকও করে না অবশ্যই) 

এবারই প্রথম বইমেলা, যেখানে আমি এমন সব লেখদের বই কিনতে যাচ্ছি - যাদেরকে অনেককে আমি চিনি। চেনা বলতে পুরোটাই এই ব্লগের সূত্র ধরে। যেসব বইয়ের কথা বলব, সেসব বই নিয়ে এর মাঝেই অনেক পোস্ট হয়ে গিয়েছে দেখছি। আমার পোস্ট পড়ে কেউ সেসব বই চিনবে - এই আশা তাই করছি না আপাতত। তবু বলতে আসলাম সেই বইগুলো আর কবিদের কথা। আমার মত করে - আমি যা দেখেছি, যেমন জেনেছি। 

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১২

জল-জোছনা'র রাতে

ইচ্ছেগুলো কাঁচপোকা সব


এবার আমি ফিরছি তোমায় ভেবে
তোমায় ভেবে দারুণ কৌতূহলে;
তুমি কি আর তেমন করে নেবে
যেমন আমি লিখেছিলাম জলে?

এখন আমার কাঁচপোকাদের দল
আগুন ছাড়াই মাথা কুটে মরে।
জানো, ওদের ওটুকুই সম্বল;
জানবে তুমি ফিরে আসার পরে।