সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

কিংবদন্তী

ওরা আমাদের নিয়ে মস্ত গল্প বানাবে 
কেউ বুঝবে না সেই গল্পের মানে, 
কেউ বা আবার পুরোটাই ভুল বুঝবে 
আমাদের ওরা দোষ দিতে শুধু জানে ! 

সেই গল্পের বই-ও বেরোবে হয়তো 
কেউ কিনবে না - গল্প সবার জানা 
নিরুপায় হয়ে পাবলিশার'রা রেগে 
আমাদেরই নামে অভিশাপ দেবে টানা ! 

আমাদের বড় ভাস্কর্যও থাকবে 
চৌরাস্তায়। প্রতিদিন যেতে আবার 
ভাণ করবে ওরা - 'কেউ দেখছে না' 
প্রতিটি ইঞ্চি মুখস্ত তবু সবার ! 

তোমার আমার নাম লেখা যে দেয়ালে 
সেই কবে তার আস্তর গেছে খসে - 
তাও যে শুধু আমাদেরই দোষে - মেনে নেয় 
আড্ডাবাজেরা চা-য়ের ক্যাফেতে বসে। 

হঠাৎ প্রবল ভূমিকম্পটা হলে 
আলবৎ দোষ আমাদের, আর কার? 
পূণ্যভুমিতে তুমি আর আমি ছাড়া 
কার প্রতি আর আক্রোশ বিধাতার? 

জেদী মেয়েটাকে সামলানো যাচ্ছে না ! 
অসভ্য ছোঁড়া এখনও দাঁড়িয়ে ওখানে? 
'ওদের কী দোষ?' - গজগজ করে বাপ-মা 
দোষটা যে কার সব্বাইতো তা জানে ! 

চৌরাস্তায় জ্যাম - আমাদেরই দোষে 
নুডুলসটা পুড়ে গেল - আমাদেরই দোষে 
জলাবদ্ধতা - সব আমাদের দোষ 
সরকার অচল - তাও আমাদের দোষে ! 

কখনও যদি রাগটা চরমে পৌঁছে, 
রাস্তার মোড়ে মূর্তির কাছে গিয়ে - 
জোরসে ঘুষিতে দিয়ো মোর নাক খসে 
হাতে ব্যথা পাও? - হুম, আমাদেরই দোষে...


অন্যত্র প্রকাশঃ http://www.somewhereinblog.net/blog/shahedk/29450997

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন