সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

কিংবদন্তী

ওরা আমাদের নিয়ে মস্ত গল্প বানাবে 
কেউ বুঝবে না সেই গল্পের মানে, 
কেউ বা আবার পুরোটাই ভুল বুঝবে 
আমাদের ওরা দোষ দিতে শুধু জানে ! 

সেই গল্পের বই-ও বেরোবে হয়তো 
কেউ কিনবে না - গল্প সবার জানা 
নিরুপায় হয়ে পাবলিশার'রা রেগে 
আমাদেরই নামে অভিশাপ দেবে টানা !