শনিবার, ৩০ এপ্রিল, ২০১১

দ্বিতীয় মৃত্যু (এহসান স্মরণে)

আবার স্মরণসভা হবে-
অডিটোরিয়াম জুড়ে রবে
শোকের মাতম;

আবার আন্দোলন হবে-
চারিদিকে উত্তেজিত কথা-বার্তা
বিচারের দাবি
ভাংচুরের হুমকি
আর কুশপুত্তলিকা'র বিকট দহন !


কোনোভাবে এক পক্ষকাল যাবে তারপর,
সময়ের ষড়যন্ত্রে কোনো একদিন...

নিশ্চুপ হয়ে যাবে প্রত্যেকটা উচ্চকিত কন্ঠ,
নীরব হয়ে যাবে প্রত্যেকটা সচেতন প্রাণ,
আর দ্বিতীয়বার মৃত্যুবরণ করবে
প্রত্যেকটা করুণ এহসান।। 



আদিকথন:
এহসান - আমাদের এক অকালপ্রয়াত সহপাঠী। ভার্সিটি চিকিৎসকের অবহেলায় সে অকালে প্রাণ হারায়... তারপর যথারীতি প্রতিবাদ, বিভিন্ন দলের, সংগঠনের - ব্যানার, ফেস্টুন, স্মরণসভা, কর্মসূচী, আহ্বান... চিকিৎসকের পদত্যাগ দাবিতে নিজেদের সূদৃঢ় অবস্থান ঘোষণা।

খুব গরম কয়েকটা দিন...

তারপর সবকিছু বহাল তবিয়তে... শুধু এহসান ছাড়া...



অন্যত্র প্রকাশঃ http://www.somewhereinblog.net/blog/shahedk/29111057

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন