শনিবার, ৩০ এপ্রিল, ২০১১

দ্বিতীয় মৃত্যু (এহসান স্মরণে)

আবার স্মরণসভা হবে-
অডিটোরিয়াম জুড়ে রবে
শোকের মাতম;

আবার আন্দোলন হবে-
চারিদিকে উত্তেজিত কথা-বার্তা
বিচারের দাবি
ভাংচুরের হুমকি
আর কুশপুত্তলিকা'র বিকট দহন !