রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৩

কবি আর গীতিকার



গীতিকারের চোখে সেদিন আলোর প্রতিফলন 
কবি'র হাতে - নিঃশব্দ স্বপ্নের সংকলন। 

চাকার নীচে রাস্তা ছুটে জোরসে উল্টোদিকে 
ধুলোর শহর স্বপ্ন বোনে বিভিন্ন আঙ্গিকে 
সবুজ গাছে লাল ফেস্টুন - ধূসর টি-এস-সি'তে 
রিকশা ভাসে নীল বিলাসে ফেব্রুয়ারী'র শীতে