রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

অগ্রহায়ণ

(অঘ্রাণ রাতের একটা অস্পষ্ট মাদকতা আছে। হালকা কুয়াশাঘেরা চাঁদের রাতে বিস্তীর্ণ বনভূমি'র দিকে তাকিয়ে থাকলে ব্যাপারটা ভয়াবহভাবে টের পাওয়া যায়। আমি প্রতি রাতেই আগের চেয়ে বেশি করে বিস্মিত এবং মুগ্ধ হচ্ছি ! -- পাড়াগাঁও, ভালুকা থেকে) 


আমাদের রাস্তাটা গাঙচিল হয়ে গেছে, নীল জলে আকাশের বিম্ব 
ভোর-রাতে শুরু হয় কুয়াশার কারসাজি, আরও কেউ পাশে থাকে জড়িয়ে 
কিংবা থাকেনা কেউ, অথচ থাকার কথা - এই নিয়ে দোটানায় চরাচর 
মেঘের ওপার থেকে উঁকি দিয়ে চাঁদ দেখে ভীষণ অবাক চলচ্চিত্র