বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

স্টেশন

সন্ধ্যাশেষের রেল-স্টেশন, বেলা তুমি চুপটি বসে 
গতকালই সকালবেলায় তিনটা যুবক আসলো হঠাৎ 
ঠিক তখনই বুঝেছিলে, বিয়ে তোমার ভাঙলো এবার 
এই ক'টা দিন কত্ত ধকল গেল, তুমি ভাবতে পারো? 

সোমবার, ৮ অক্টোবর, ২০১২

সিনথিয়া

রাত বুঝি শেষ হয়ে এল, সিনথিয়া
রাতজাগা সব পাখিদের ক্লান্তিতে
জল ঝরে পড়ে জোনাকের ডানা থেকে
চাঁদ কেঁপে ওঠে ভয়াবহ নীল শীতে।

মেঘে মেঘে রাত ভেসে গেল সিনথিয়া
ভোর-রাতে নামে কুয়াশাও বন্দরে;
সিনথিয়া যদি নীল কাঁচে জমে বাষ্প,
রাত দেখে নিও এ চোখের আরশীতে।