সন্ধ্যাশেষের রেল-স্টেশন, বেলা তুমি চুপটি বসে
গতকালই সকালবেলায় তিনটা যুবক আসলো হঠাৎ
ঠিক তখনই বুঝেছিলে, বিয়ে তোমার ভাঙলো এবার
এই ক'টা দিন কত্ত ধকল গেল, তুমি ভাবতে পারো?
গতকালই সকালবেলায় তিনটা যুবক আসলো হঠাৎ
ঠিক তখনই বুঝেছিলে, বিয়ে তোমার ভাঙলো এবার
এই ক'টা দিন কত্ত ধকল গেল, তুমি ভাবতে পারো?