এই ছেলে হাঁটেনি - স্নিগ্ধ অন্ধকারে
নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,
জীবনানন্দে উন্মত্ত হয়ে।
এই ছেলে শোনেনি - শিশিরের শব্দের মত
সন্ধ্যার নেমে আসা
সবুজ করুণ এই দো-আঁশ ডাঙায়।
নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,
জীবনানন্দে উন্মত্ত হয়ে।
এই ছেলে শোনেনি - শিশিরের শব্দের মত
সন্ধ্যার নেমে আসা
সবুজ করুণ এই দো-আঁশ ডাঙায়।