সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

উঁইপোকাদের ঢিবি - ২

এই ছেলে হাঁটেনি - স্নিগ্ধ অন্ধকারে
নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,
জীবনানন্দে উন্মত্ত হয়ে।

এই ছেলে শোনেনি - শিশিরের শব্দের মত
সন্ধ্যার নেমে আসা
সবুজ করুণ এই দো-আঁশ ডাঙায়।

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

একটা খুনের গল্প

দিদি, তোকে দেখতে পেলাম যে-রোদ্দুরে 
গল্প থেকে আমি তখন অনেক দূরে 
তোকে নিয়ে ওরা কিসব বলে গেল 
আমার তখন ওসব শোনার কাল ছিল না 
আবর্জনার স্তুপে একটা মরা শালিখ - 
এই পাখিটা স্বর্ণালী'রা পালছিল না? 
ওসব গল্প ফেলে তখন অনেক দূরে 
একলা হেঁটে যাচ্ছিলি কি সমুদ্দুরে? 

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

উঁইপোকাদের ঢিবি - ৩

মহানগর উঠছে বেড়ে উঁইপোকাদের ঢিবি'র মতন
চৈত্রমাসের আর্দ্র বাতাস, দেয়াল-তোষক ভ্যাপসা গরম
ঘড়ির কাঁটায় আটকে সময় - মধ্যরাতের রেল ইস্টিশন
শান্তাহারের কলাওয়ালা'র দীর্ঘশ্বাসে মেঘ জমে না।
দু-তিন টাকায় দুঃসংবাদ, আশি টাকায় ফ্যাশন জগৎ
কারেন্ট আসলে ডুকরে কাশে চা-দোকানের টেলিভিশন
ছুটছে সবাই - এত্ত কী কাজ ! কার তরে? - কে বলতে পারে?
আমি শুধু জানি, তুমি বৃষ্টি আনবে শুক্রবারে...