শনিবার, ৩০ জুলাই, ২০১১

তুমি আমার কে হও তবে?

বয়স তখন এমনতরো 
সময় শুধুই স্বপ্ন দেখায় 
সেই সময়ে তোমায় পেয়ে 
আত্মহারা মন আমারই 

আমার লেখা একগাদা গান 
তোমায় নিয়ে সব রচিত 
আলসে-মতন মেঘগুলো তাই 
নাচছে তখন আনন্দিত