বয়স তখন এমনতরো
সময় শুধুই স্বপ্ন দেখায়
সেই সময়ে তোমায় পেয়ে
আত্মহারা মন আমারই
আমার লেখা একগাদা গান
তোমায় নিয়ে সব রচিত
আলসে-মতন মেঘগুলো তাই
নাচছে তখন আনন্দিত
সময় শুধুই স্বপ্ন দেখায়
সেই সময়ে তোমায় পেয়ে
আত্মহারা মন আমারই
আমার লেখা একগাদা গান
তোমায় নিয়ে সব রচিত
আলসে-মতন মেঘগুলো তাই
নাচছে তখন আনন্দিত